তাহলে কিসের বিবাদ!

॥ মালেকা ফেরদৌস ॥ সব পথই খোলা ছিলতবুও কোন বৃক্ষকে ধরে লতিয়ে উঠতে চাওনি, নিজেই মায়াবৃক্ষকে হয়ে আছতোমার বিশ্বাসে আলো জ্বেলেছেনিজেই নিজের ভেতর,অলক্ষ্যেই তা আজ নির্মাণ করেছেচিরায়ত সম্পর্কের মাঝেএই সুকঠিন প্রাচীর। শ্যাওলায় আচ্ছাদিত সবুজ গ্রহণের মায়ায় রৌদ্রদগ্ধ দিন কীভাবে ফুরায়,কী অসম্ভব নির্জনতায় ঘিরে আছেসন্ধ্যার আকাশ, তোমার চারদিক!এই চিরকালীন নৈঃশব্দ্যের ভাষাআমরা কি আবিষ্কার করিনি?বৃক্ষ নদী, আকাশ … Continue reading তাহলে কিসের বিবাদ!